Home / বিনোদন / প্রসন্ন ভালবাসা নাটকে খালিদ ও তানহা

প্রসন্ন ভালবাসা নাটকে খালিদ ও তানহা

প্রসন্ন ভালবাসা নাটকে অভিনয় করেছেন বর্তমান প্রজম্মের তরুন অভিনেতা খালিদ মাহমুদ শাওন ও অভিনেত্রী তানহা । এই প্রথম জুটি হয়ে অভিনয় করলেন মাহবুব সজীব পরিচালিত “প্রসন্ন ভালবাসা” নাটকে। নাটকটিতে তারা নব- দম্পতি হিসেবে অভিনয় করেছেন।Prosonno Bhalobasha Bangla Natok 2020

নাটকটিতে আরো অভিনয় করেছেন হাসান, জান্নাতুল হক বাকী এবং জীবন। নাটকটি প্রচারিত হয়েছে টকিজ মোশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা খালিদ মাহমুদ শাওন বলেন, নাটকটির গল্প খুবই সুন্দর। এই ধরণের গল্প নিয়ে এর আগে কখনো কোন নাটক তৈরি হয়নি। স্বল্পদৈঘ্য এ নাটকে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। এক কথায় বলতে গেলে খুবই ভাল লেগেছে।

পুরো নাটকটি দেখতে ক্লিক করুনঃ

 

অভিনেত্রী তানহা বলেন, নাটকটিতে অভিনয় করে আমার খুব ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে।

About admin

Check Also

Salman Shabnur & Samiya

সালমান শাহকে নিয়ে মুখোমুখি সামিরা-শাবনূর

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। আত্মহত্যা করেছেন তিনি। পিবিআইয়ের তদন্তে এমনটাই উঠে এসেছে। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *