সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে ও তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্ট।
Primary Model Test 2022
১. ১৯৭২ সালে মুক্তিযুদ্ধ নিয়ে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী হয় কোন শহরে?
ক) নিউইয়র্ক খ) লন্ডন
গ) প্যারিস ঘ) টরন্টো
উত্তর: খ) লন্ডন
২. দূরপ্রাচ্যের দেশগুলো ঘূর্ণিঝড়কে কী বলে?
ক) সাইক্লোন খ) হ্যারিকেন
গ) টাইফুন ঘ) এল-নিনো
উত্তর: গ) টাইফুন
৩. সাইক্লোন শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক) Kyklos খ) Kyclos
গ) Kiclos ঘ) Kyclosa
উত্তর: ক) Kyklos
৪. টেস্টিং সল্ট পরিচিত কী নামে?
ক) সোডিয়াম গ্লুটামেট খ) সোডিয়াম কার্বোনেট
গ) সোডিয়াম স্টিয়ারেট ঘ) সোডিয়াম ক্লোরাইড
উত্তর: ক) সোডিয়াম গ্লুটামেট
৫. একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড মেশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল। দ্রবণটি কী ?
ক) মিথাইল রেড খ) মিথাইল অরেঞ্জ
গ) ফেনফথ্যালিন ঘ) লিটমাস দ্রবণ
উত্তর: গ) ফেনফথ্যালিন
৬. ‘প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব’ বইটির লেখক কে?
ক) চার্লস ডারউইন খ) ল্যামার্ক
গ) হার্বাট স্পেনসার ঘ) অ্যারিস্টটল
উত্তর: ক) চার্লস ডারউইন
৭. নারী ও কন্যা শিশুদের শিক্ষা প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা ‘শান্তিবৃক্ষ’ পুরস্কার প্রদান করেন?
ক) ইউনিসেফ খ) ইউনেস্কো
গ) ইউএনএফপিএ ঘ) আইএলও
উত্তর: খ) ইউনেস্কো
৮. নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড?
ক) অ্যাসিটিক অ্যাসিড
খ) সাইট্রিক এসিড
গ) অক্সালিক অ্যাসিড
ঘ) নাইট্রিক অ্যাসিড
উত্তর: ঘ) নাইট্রিক অ্যাসিড
৯. ‘আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়’ এ কথাটি কে বলেছেন?
ক) ফিদেল কাস্ত্রো
খ) রাউল কাস্ত্রো
গ) নেলসন ম্যান্ডেলা
ঘ) সাদ্দাম হোসেন
উত্তর: ক) ফিদেল কাস্ত্রো
১০. বিশ্ব মেধাসম্পদ দিবস কবে পালিত হয়?
ক) ২৬ এপ্রিল খ) ২৬ মে
গ) ২৬ জুন ঘ) ২৬ জুলাই
উত্তর: ক) ২৬ এপ্রিল
১১. মুক্তিযুদ্ধের সময়কালে ‘Tilt Policy’ গ্রহণ করে কোন দেশ?
ক) ভারত খ) চীন
গ) রাশিয়া ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর: ঘ) যুক্তরাষ্ট্র
১২. ইউক্রেনের রাজধানীর নাম কী?
ক) কিয়েভ খ) দোনেৎস্ক
গ) লুহানস্ক ঘ) মারিউপোল
উত্তর: ক) কিয়েভ
১৩. অসমাপ্ত ‘অদ্ভুতসাগর’ সমাপ্ত করেন কে ?
ক) বল্লাল সেন খ) লক্ষ্মণ সেন
গ) হেমন্ত সেন ঘ) বিজয় সেন
উত্তর: খ) লক্ষ্মণ সেন
১৪. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?
ক) দুই নদীর মধ্যবর্তী ভূমি
খ) দুই দেশের মধ্যবর্তী ভূমি
গ) দুই সাগরের মধ্যবর্তী ভূমি
ঘ) দুই সভ্যতার মধ্যবর্তী ভূমি
উত্তর: ক) দুই নদীর মধ্যবর্তী ভূমি
১৫. এডমন্ড হিলারি কত সালে প্রথম এভারেস্ট পর্বতের চূড়ায় আরোহণ করেন?
ক) ১৯৫২ সালে খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৫৫ সালে
উত্তর: খ) ১৯৫৩ সালে
১৬. টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
ক) ৮ খ) ১৭ গ) ১৫ ঘ) ২৪
উত্তর: গ) ১৫
১৭. টেকসই উন্নয়ন অভীষ্ট কত নম্বর এ ‘জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলার জন্য জরুরি কর্মব্যবস্থা গ্রহণ’ বলা আছে?
ক) ১৩ খ) ১৪ গ) ১৫ ঘ) ৭
উত্তর: ক) ১৩
১৮. ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি
উত্তর: ক) ৪টি
১৯. বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) শিব নারায়ণ দাস খ) কামরুল হাসান
গ) এ এন সাহা ঘ) আবদুর রহমান
উত্তর: ক) শিব নারায়ণ দাস
২০. বাংলাদেশ অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
ক) ২৪০০ বর্গ মাইল খ) ৬০১৭ বর্গ মাইল
গ) ৪৮০০ বর্গ মাইল ঘ) ৫৬০০ বর্গ মাইল
উত্তর: ক) ২৪০০ বর্গ মাইল