রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহবাজপুর। শাহবাজপুরে বাঙ্গালির ঐতিহ্য বাহী লাঠিয়াল বাহিনী। লাঠিয়াল বাহিনীর প্রধান আব্দুর রেজ্জাক কবিরাজ এবং দলটি পরিচালনা করেন বুলেট শাহ এবং ভুট্ট।
দলটিতে মোট প্রায় ২৫ জন খেলোয়াড় আছে এবং ব্যান্ড পার্টি রয়েছে ৭ জন।
লাঠিয়াল বাহিনীর প্রধান আব্দুর রেজ্জাক কবিরাজ জানান, তারা বংশপরম্পরায় এই খেলাটি খেলে আসছে। তারা বৈশাখ মাসে এই খেলাটি গ্রামে এবং শহরে খেলে শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য।
তিনি আরও জানান পূর্বে এই খেলাটি বাংলাদেশের বিভিন্ন স্থানে বেশ জনপ্রিয় খেলা ছিল কিন্তু বর্তমানে এই খেলাটির প্রচলন নেই। আর আমরা এই খেলাটির জনপ্রিয়তা ধরে রাখার জন্য বাংলা বছরের প্রথম দিনে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে এবং পুঠিয়া উপজেলার পুঠিয়া মন্দির মাঠে খেলে থাকি।
সংবাদদাতা: মোঃ সিজার হোসেন।