ইসলামী ব্যাংক লিমিটেডের “ফিল্ড অফিসার” পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২। আজ শুক্রবার (১০ জুন ২০২২) সকাল ১০ টায় ইসলামী ব্যাংক লিমিটেডের “ফিল্ড অফিসার” পদে নিয়োগ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়। আমরা চেষ্ঠা করেছি সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য।
প্রতিষ্ঠানের নাম- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
পদের নাম- ফিল্ড অফিসার
পরীক্ষার তারিখ- ১০ জুন ২০২২
পরীক্ষার সময়- ১ ঘন্টা
প্রশ্নের সংখ্যা- ১০০
পূর্ণমান- ১০০
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন কবে?
উত্তরঃ ১৭ মার্চ
২. পলাশীর যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২৩ জুন ১৭৫৭
৩. বাংলাদেশের পতাকা কবে প্রথম উত্তোলিত হয়?
২ মার্চ ১৯৭১
৪. ঢাকা শহরের গোড়াপত্তন কবে হয়?
উত্তরঃ মুঘল আমলে।
৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়?
১০ এপ্রিল ১৯৭১
৬. কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
উত্তরঃ সুলতানী আমলে
৭. বারো ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ কে?
উত্তরঃ ঈসা খাঁ
৮. কত সালে ব্ঙগভঙ্গ হয়?
উত্তরঃ ১৯০৫ সালে
৯. “ ডকুমেন্টারী হেরিটেজ” হিসেবে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে?
উত্তরঃ ৬ দফা
১০. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কি.মি.
১১. আল কুরআনে কয়টি সূরা আছে?
উত্তরঃ ১১৪টি
১২. আল কুরআন কত বছর ধরে অবতীর্ণ হয়?
উত্তরঃ ২৩ বছর
১৩. কসরের সালাত কখন পড়তে হয়?
উত্তরঃ মুসাফির অবস্থায়
১৪. সিহাহ সিত্তা কি?
উত্তরঃ ৬টি হাদীস গ্রন্থ
১৫. আল কুরআনের কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই?
উত্তরঃ সূরা তওবা
১৬. যাকাত বন্টনের খাত কয়টি?
উত্তরঃ ৮টি
১৭. ফসলের যাকাতকে কি বলে?
উত্তরঃ ওশর
১৮. ইসলামে সুদ কি?
উত্তরঃ হারাম
১৯. পবিত্রতা —– অঙ্গ?
উত্তরঃ ঈমানের
২০. হাক্কুল ইবাদ শব্দের অর্থ কি?
উত্তরঃ আল্লাহর হক