Breaking News
Home / খেলাধুলা / ভারতীয় ক্রিকেটারদের চুক্তির তালিকা প্রকাশ | বিরাট ও রোহিতের বেতন ৭ কোটি

ভারতীয় ক্রিকেটারদের চুক্তির তালিকা প্রকাশ | বিরাট ও রোহিতের বেতন ৭ কোটি

ভারতীয় ক্রিকেটারদের চুক্তির তালিকা প্রকাশ, বসে বসে বেতন আর নয় ৷ মাহেন্দ্র সিং ধোনিকে হয়তো এমনটাই বার্তা দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷[শালিখা নিউজ]Virat & Rohit Sharma

২০১৯-২০ মৌসুমের জন্য ক্রিকেটারদের যে নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে, তাতে জায়গা হয়নি মাহেন্দ্র সিং ধোনির ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ এই তিনজন ক্রিকেটারকেই শুধুমাত্র সর্বোচ্চ A+ বিভাগে রাখা হয়েছে ৷

যদিও বলা হয়েছে, এই চুক্তি শুধুমাত্র অক্টোবর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ৷ তারপর আবার নতুন চুক্তি হবে ৷ তবে এই চুক্তির আওতায় বাদ পড়াটা ‘ক্যাপ্টেন কুল’-এর জন্য মোটেই সুখের খবর নয় ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের পর দীর্ঘদিন মাঠের বাইরে ধোনি ৷ ফের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাকে ৷ এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে দেখা যাবে কী না। সেটাই এখন বড় প্রশ্ন ৷

কয়েকদিন আগে ভারতের কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন, ধোনির ওয়ানডে ক্যারিয়ার শেষ হতে চলেছে। তিনি বলেছিলেন, ‘এমএসের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। তার টেস্ট ক্যারিয়ার শেষ, হয়তো শিগগিরই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবে। এই সম্ভাবনাটাই বেশি। এই বয়সে সম্ভবত সে টি-টোয়েন্টিই খেলতে চাইবে।’

ধোনির মতোই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অম্বাতি রাইডু, দিনেশ কার্তিক ও খলিল আহমেদ। নতুন করে জায়গা পেয়েছেন নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দূল ঠাকুর, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর। তারা ‘সি’ গ্রেডে। বিশ্বকাপের পর শুধু একটি টি-টোয়েন্টি খেলা হার্দিক পান্ডিয়া ‘বি’ গ্রেডে জায়গা ধরে রেখেছেন।

টিম ইন্ডিয়ার নতুন গ্রেড:

গ্রেড A+, পারিশ্রমিক ৭ কোটি: বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরা

গ্রেড A, পারিশ্রমিক ৫ কোটি: রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, কে এল রাহুল, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ

গ্রেড B, পারিশ্রমিক ৩ কোটি: ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ময়াঙ্ক আগরওয়াল

গ্রেড C, পারিশ্রমিক ১ কোটি: কেদার যাদব, নভদীপ সাইনি, দীপক চাহার, মণীশ পাণ্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর।

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পাশাপাশি সকল চাকরির প্রস্তুতি প্রকাশ করা হয়। এছাড়া দিনের ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন:

শালিখা নিউজ

সরকারি এবং বেসরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে

www.shalikhanews.com

About admin

Check Also

Bangladesh VS Pakistan Series 2020

পাকিস্তান সফরে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন অভিজ্ঞ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *