করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবুও এর মধ্যে শিক্ষকদের জন্য এলো বিশাল সুখবর। বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাসের টাকা সরকারি চারটি ব্যাংকে (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) আজ বুধবার (২২ জুলাই) পাঠানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও (সরকারি আদেশ) জারি হয়েছে। আজ বোনাসের অর্থ নির্ধারিত চারটি ব্যাংকে পাঠানো হয়েছে। ঈদের আগেই সকল শিক্ষক কর্মচারী ঈদ বোনাসের অর্থ হাতে পাবেন।
এর আগে গত সোমবার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের সরকারি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রচলিত বিধি অনুসারে এমপিও শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাবেন।
আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এজন্য জুলাই মাসের বেতন অনুসারে শিক্ষকরা উৎসব ভাতা পাচ্ছেন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।